উবায়দুল্লাহ খানজাহান আলী খুলনাঃ
২২ আগস্ট, রবিবার, বিকাল ৩ ঘটিকায় আলীম জুট মিলস ১নং গেট চত্বরে রাষ্ট্রয়ত্ব আলীম জুট মিলের অবসায়ন, আবসরকৃত স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র প্রদান ও ৬৪ সপ্তাহের বিল কর্মচারীদের ১১ মাসের বেতন ও ইস্টার্ন জুট মিল সহ সকল বকেয়া পরিশোধের দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড এ্যাডঃ শেখ হাফিজুর রহমান (সাবেক এম,পি) এবং সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মোঃ আমিরুল সরদার,(সভাপতি জাতীয় শ্রমিক ফেডারেশন,খানজাহান আলী থানা কমিটি ও আহবায়ক, আন্দোলন কমিটি) অনুষ্ঠানটি পরিচালনা করেন মোফিজ শেখ এবং রেজোয়ান সরদার।
সেখানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কমরেড দীপংকর সাহা দীপু(সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি), কমরেড শেখ মুহিদুল ইসলাম (সভাপতি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটি), শ্রমিক নেতা হারুন অর রশীদ মল্লিক (সহ-সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশন,কেন্দ্রীয় কমিটি), শ্রমিক নেতা দেলোয়ার উদ্দিন দিলু(সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক ফেডারেশন,খুলনা জেলা কমিটি), শ্রমিক নেতা খলিলুর রহমান ( সহ সভাপতি জাতীয় শ্রমিক ফেডারেশন, খুলনা জেলা কমিটি), শ্রমিক নেতা আলাউদ্দিন মিয়া (সহ সভাপতি জাতীয় শ্রমিক ফেডারেশন, খুলনা জেলা কমিটি), শ্রমিক নেতা আব্দুর রশিদ (সাবেক সাধারণ সম্পাদক, আলীম জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়ন), কমরেড আব্দুস সাত্তার মোল্লা (সম্পাদক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, খানজাহান আলী থানা কমিটি)
সেখানে বক্তব্য রাখেন, সিবিএ, নন-সিবিএ ও জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ।