খুলনায় বিদেশি বিয়ারসহ দুই মাদক বিক্রেতা আটক
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
খুলনা মহানগরীর ১৩ নং কেডি ঘোষ রোডস্থ ঐশ্বর্য্য হেয়ার ড্রেসার নামের সেলুনের সামনে থেকে বেলজিয়ামের তৈরী ৭ ক্যান বিয়ার ও ২ হাজার ৭০০ টাকাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) এঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল নগরীর ১৫ কেডি ঘোষ রোডের সমীর চন্দ্র সরকারের পুত্র মিঠুন কুমার সরকার (৩২) ও লবনচরার মোল্লাপাড়া ভাই ভাই গলির আব্দুর ছত্তারের ছেলে মন্টু হাওলাদার (৪৮)।
Leave a Reply