গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
শোরংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষকসহ ৫ কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয়রা রংপুর জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী, কম্পিউটার ল্যাব সহকারী পদে অনেকটা চুপিসারে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে প্রায় অর্ধশতাধিক চাকরি প্রার্থী আবেদন করেন। কিন্তু বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান তাদের পছন্দের প্রার্থীদের কাছ থেকে ৮ থেকে থেকে ১২ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় অন্যান্য প্রার্থী ও স্থানীয় সচেতন অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি নিয়োগ বানিজ্যের অভিযোগ মিথ্যা বলে নিয়োগের বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন।
অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।