আশিকুর রহমান,
গতকাল শনিবার সারারাত ধরে ভূরুঙ্গামারী উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে রাস্তায় বসবাসকারী অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ডোনেট ফর ভূরুঙ্গামারী নামে একটি সামাজিক সংগঠন।
রাত ৯ টা থেকে শুরু করে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়ে, জয়মনিরহাট, আন্ধারীঝাড়, পাইকেরছড়া, সোনাহাট, বলদিয়া, চর-ভূরুঙ্গামারী, দক্ষিণ তিলাই দিয়ে ঘুরে ভোর ৬ টার সময় শিলখুঁড়ি ইউনিয়নে গিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।
উক্ত বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন ডোনেট ফর ভূরুঙ্গামারীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুর রহমান আশিক এবং সাথে ছিলেন ডোনেট ফর ভূরুঙ্গামারীর আইটি টিমের প্রধান রাসেল ইসলাম, সহযোগী রাকিবুল ইসলাম এবং সদস্য শফিকুল ইসলাম। এসময় রাস্তায় বসবাসকারী রাত্রীকালীন প্রহরী ও পাগলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ডোনেট ফর ভূরুঙ্গামারী সমগ্র উত্তরবঙ্গের মধ্যে একমাত্র সামাজিক সংগঠন, যেটি করোনাকালীন সময় অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে প্রত্যক্ষ সমন্বয়ের মাধ্যমে, করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে; সেই সাথে এটি একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে করোনা রোগীদের সংস্পর্শে গিয়ে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
এর ফলস্বরূপ, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ার লক্ষ্যে, প্রতিষ্ঠানটির প্রধান আশিকুর রহমান আশিককে, ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ এ, ৭৪ টি দেশ থেকে বাছাই করা ২৫০ জন “গ্লোবাল ইয়ুথ লিডারদের” তালিকায় একজন হিসেবে বাছাই করা হয়েছে; যেটির ফান্ডিং দিচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং যেটি বাংলাদেশ সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে বাস্তবায়ন করছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..