বুধবার (২৪ মার্চ) সকালে শহরের প্রধান সড়ক মহিলা কলেজের সামনে এ র্কাযক্রমের উদ্বোধন করেন ডিসি এস এম তরিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, শহরে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। করোনাভাইরাস মোকাবিলায় সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হতেই নাকে মুখে মাস্ক পরতে হবে। সাবান দিয়ে ঘনঘন হাত ধুতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি নগরবাসীকে আহবান জানান।
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা আক্তার রিভা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আবুল কালাম উপস্থিত ছিলেন।