গাজীপুর প্রতিনিধি :
রবিবার (১৯ জুলাই) নইপাড়া রোড, মীরেরবাজার, পুবাইল এলাকায় স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মের্সাস হক এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ন খাদ্য বস্তাবন্দীরত অবস্থায় দীর্ঘদিন ফেলে রেখে পঁচিয়ে মাছের খাদ্য হিসেবে বিক্রি করেন। তাদের এ কার্যক্রমে পুরো আবাসিক এলাকার পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন।বৃষ্টির পানিতে সেই ময়লা প্লাবিত হয়ে জনজীবনে দুর্ভোগ বাড়ে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাদের ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১৫ দিনের মধ্যে সমস্ত ময়লা স্থানান্তর করে নতুন শেড নির্মান করার নির্দেশ দিয়ে মুচলেকা নেয়া হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
এ অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
এছাড়াও কলেরবাজার এলাকায় মাস্কবিহীন অবস্থায় মোটরসাইকেলে ভ্রমনরত ৩ জনকে দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ টি মামলায় ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মাস্ক দেয়া হয় ।