শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নয়াগাঁওগ্রামে সংখ্যালঘুদের উপর আক্রমণ,
অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর
উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন এশিয়া মহাদেশের একমাত্র বাঙালি মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার
সহ-সভাপতি মেহের উপাধ্যায়, সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, যুগ্মসাধারণ সম্পাদক বলাই চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা সহ অন্যরা।
মানববন্ধন চলাকালে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর চলা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তারা ‘
সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান সরকারের কাছে।’