ঘাটাইল (টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ৩২০ জন গরিব, দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।আজ ১১সেপ্টেম্বর শনিবার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর ফাজিল মাদরাসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালাক লোকমান হোসেনের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ জন চিকিৎসক গরির,দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন ডা. মোহাম্মদ আলী, ডা. আসরাফিয়া আক্তার বৃষ্টি, ডা. উম্মে কুলছুম ও ডা. সিপন। মেডিক্যাল ক্যাম্পে জটিল রোগসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীদের দেখে চিকিৎসকরা ব্যবস্থাপত্র প্রদান করেন। এ সময় আগত অসহায়,দুস্থ ও গরিব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এ ছাড়া রোগীদের রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষাসহ রক্তের বিভিন্ন পরীক্ষা বিনামূল্যে করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন,রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মাসুদ, সিদ্দিকুর রহমান,স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মাদরাসার শিক্ষক কর্মচারী ও আলোক হেলথ কেয়ার হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।