টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল প্রতিনিধি নূরূজ্জামান মিঞা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।এনিয়ে উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা ১১৫ জন এবং মৃত্যু হেয়েছে তিন জনের।
ঘাটাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুজ্জামান জানান, তার স্ত্রী আকলিমা খাতুন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসাবে কর্মরত। তিনি হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্বে থাকা অবস্থায় করোনা রোগীকে সেবা দিতে গিয়ে তার করোনা উপস্বর্গ দেখা দেয়। পরে গত ১৫ আগষ্ট শনিবার স্বামী স্ত্রী দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে আজ ১৭ আগষ্ট নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ আসে। বর্তমানে তারা দুজনেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট শনিবার করোনা পরীক্ষার জন্য ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় ১০ জনের ফলাফল পজেটিভ আসে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..