
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
চকরিয়ায় জমিজমার বিরোধের জেরে চাঁদাদাবী করার অভিযোগ এনে দ:বি: ৩৮৫ ধারায় চকরিয়া গ্রামার স্কুলের সহকারি শিক্ষক শহীদ হোছাইনের বিরুদ্ধে কথিত চাঁদাবাজি মামলা করা হয়েছে। গত ১১ জানুয়ারি চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
জানাগেছে, চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সাহেবখানা পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে জামালউদ্দিনের সাথে একই গ্রামের জাফর আলমের স্ত্রী ফিরোজা বেগমের ১৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিরসনে বিভিন্ন একাধিকবার সময়ে সালিশ বিচারও চলে। কিন্তু বিরোধীয় ওই জমি জবরদখলে নিতে অনেকটা মরিয়া জামালউদ্দিন। ফিরোজা বেগমসহ তার নিকট স্বজনদের ফাঁসাতে কৌশল আটেন তিনি। গত ১১ জানুয়ারি ওই জামালউদ্দিন বাদী হয়ে ফিরোজা বেগমসহ ৫ জনকে আসামী করে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ:বি: ৩৮৫ ধারার অপরাধ করার অভিযোগ এনে চাঁদাবাজি মামলা মামলা দায়ের করে। এ মামলায় চকরিয়া গ্রামার স্কুলের সহকারি শিক্ষক শহীদ হোছাইন (বি.কম অনার্স এম.কম) কে আসামী করা হয়।
ফিরোজা বেগম জানান, আইনের কাছে হেরে গিয়ে জামাল উদ্দিন মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে, তিনি বলেন, যারা আমাকে আইনগতভাবে সহযোগিতা করে আসছেন তাদেরও মামলার আসামী করেছে জামাল উদ্দিন। ভুক্তভোগি শিক্ষক শহীদ হোছাইন বলেন, জমি-জমার বিষয় নিয়ে আদালতে মামলা চলমান, আদালতের সিদ্ধান্তই চুড়ান্ত হবে, কিন্তু আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ওই জমি জবরদখলে নিতে চেষ্টা করছেন জামাল উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, সাজানো মামলায় জড়িয়ে ঘর ছাড়া করে আমার বোন ফিরোজা বেগমের ১৫ শতক জমি জবরদখল করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার সুষ্টু দতন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আইন প্রয়োগকারি সংস্থার নিকট দাবী করেন তিনি ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply