1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
চট্টগ্রামের আনোয়ারায় সৈকত খেকো জাহাজটি কাটার কাজ ফের বন্ধ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় সৈকত খেকো জাহাজটি কাটার কাজ ফের বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১২.৩৯ এএম
  • ২৩৯ বার পঠিত

রফিক তালুকদার, চট্টগ্রামঃ

মনিটরিং কমিটিকে অবহিত না করে কাটিং শুরু করার পরদিন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর কর্তৃক গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ যোবায়ের আহমেদ।
দির্ঘদিন ধরে চট্টগ্রামের আনোয়ারাস্থ পারকি সমুদ্র সৈকতে আটকা পড়া ক্রিস্টাল গোল্ড নামের বিশাল জাহাজটি কাটার কাজ শুরু করা হয় গত শনিবার থেকে।
২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে প্রবল বাতাসের তোড়ে দিক হারিয়ে ও ইঞ্জিন বিকল হয়ে বিদেশী পতাকাবাহী জাহাজটি চরে আটকে যায়।
দীর্ঘদিন সৈকতে আটকে থাকার কারণে পারকি সৈকতের আধা কিলোমিটার অংশে পলি জমে আর ঝাউ গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি হয় এ দেশের অন্যতম এ পর্যটন স্পটের।
এ কারণে জাহাজটি সরানোর দাবীতে আন্দোলন করে আসছিল বিভিন্ন সংগঠন। কিন্তু মামলাজনিত জটিলতায় এটি কাটা যাচ্ছিলনা এতদিন।এর আগে ২০১৯ সালের ৬ জানুয়ারি উচ্চ আদালতের অনুমতি নিয়ে জাহাজটি কাটা শুরু করলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মেয়াদোত্তীর্ণ জাহাজ কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফোর স্টার এন্টারপ্রাইজ’ কে ২ কোটি টাকা জরিমানা করার পর এতোদিন জাহাজটি কাটা বন্দ ছিল।
পরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে শর্ত স্বাপেক্ষে জাহাজটি কাটার অনুমতি পায় ফোর স্টার এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। এ সংক্রান্ত একটি কমিটিও করে দেন পরিবেশ অধিদপ্তর। ইউএনও শেখ যোবায়েরকে সভাপতি করে ৭সদস্য বিশিষ্ট উক্ত কমিটির অন্যান্য হলেন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, প্রতিনিধি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম, প্রতিনিধি বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম, প্রতিনিধি বাংলাদেশ মেরিন একাডেমি, প্রতিনিধি সড়ক ও জনপথ বিভাগ এবং উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা।
কিন্তু গত শনিবার মনিটরিং কমিটিকে না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান জাহাজ কাটা শুরু করলে সোমবার আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের নির্দেশে জাহাজ কাটার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্টান ফোর স্টার এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. আমজাদ হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর আমাদের বিভিন্ন শর্তে জাহাজটি কাটার অনুমতি দেয়। এই সংক্রান্ত একটি মনিটরিং কমিটি ঘটন করা হয়। জাহাজটি মনিটরিং কমিটিকে অবহিত করে (আজ) সোমবার থেকে কাটার প্রস্ততি ছিল। কিন্তু কাটিং এর কাজে নিয়োজিত মাঝি গত শনিবার থেকে সামনের অংশ কাটা শুরু করে। যার কারণে মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এখন জাহাজ কাটা বন্ধ রয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ যোবায়ের আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তর পারকি সমুদ্র সৈকতে আটকে পড়া এমভি ক্রিস্টাল গোল্ড জাহাজটি নানা শর্তে কাটার অনুমতি প্রদান করেন। এই সংক্রান্ত ৭ সদস্যের গঠিত মনিটরিং কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হলেও মনিটরিং কমিটিকে না জানিয়ে গত শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ জাহাজ কাটা শুরু করলে রবিবার(১২ ডিসেম্বর) বিষয়টি অবগত হয়ে জাহাজ কাটা বন্ধ রাখার নির্দেশ প্রদান করি।
তিনি আরও বলেন, মনিটরিং কমিটির উপর অর্পিত নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ১৬ ডিসেম্বরের পরবর্তি যে কোন দিন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে জাহাজ কাটার বিষয়ে পরবর্তি নির্দেশনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews