রকসী সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার আলী সিকদার পাড়ায় ঘর নির্মাণকে কেন্দ্র করে জায়গার মালিকানা নিয়ে বাক-বিতন্ডার একপর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।আজ ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।নিহত মৃত চাঁন মিয়ার পুত্র মাহমুদুল হক (৬৬)।হামলাকারী মুজিবুর রহমান, মোস্তাফিজ একই এলাকার মোহাম্মদ আলী’র পুত্র এবং নিহতের আপন ভাতিজা।এবিষয়ে নিহতের স্ত্রী ও তাঁর ছেলে মোঃ মিশকাত বলেন জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।আজ সকালে বিরোধী জায়গায় কাজ করতে চাইলে মুজিবুর রহমান কে আমার বাবা কাজ বন্ধ করতে বলাই মুজিবুর রহমান তার ভাই মোস্তাফিজ ও তাঁদের ভাগ্নে শাকিল লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন বাবাকে।অবস্থা খারাপ হওয়ায় বাবাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এবিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আমরা আইনগত পদক্ষেপ নেবে।
Leave a Reply