গ্রেফতাররা হলেন, মো. ইসমাইল হোসেন ও মো. সোহেল মিয়া।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ট্রাকও উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।