1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
চট্টগ্রামে ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণ : যুবলীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২১ অপরাহ্ন

চট্টগ্রামে ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণ : যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৪৩ পিএম
  • ১৩৯ বার পঠিত

শাহাদাত হোসাইন

চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায়
গত ৫ আগস্ট সরকার পতনের পর
ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণের অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় করা একটি মামলায় যুবলীগ নেতা মো. আশ্রাফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আশ্রাফ নগরীর পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের ছালে জহুরের ছেলে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. শরীফ-উল-আলম। তিনি জানান, আনোয়ার হোসেন পেশায় সিএনজি অটোরিকশা চালক। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে পৌঁছালে যুবলীগ নেতা আশ্রাফের নেতৃত্বে অপরাপর আসামিরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ করে। এসময় তিনি গুলিবিদ্ধ হন।

পরে ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর তিনি ডবলমুরিং থানায় ১৩০ জন এজহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এ মামলার আসামি যুবলীগ নেতা আশ্রাফ পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গত রবিবার সন্ধ্যায় অভিযান চালায় র‌্যাব। সন্ধ্যা পৌনে ৭টায় সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবলীগ নেতা আশ্রাফ মিছিলে গুলি করার কথা স্বীকার করে বলেও জানা গেছে।

গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews