নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল কাদের জামিনে মুক্ত হয়েছেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তিনি কারামুক্ত হন বলে নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার।
তিনি বলেন, আব্দুল কাদেরের জামিন আদেশ আমাদের হাতে এসে পৌঁছানোর পর আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এরআগে গত ১২ জানুয়ারি রাত ৯টার দিকে পাঠানটুলীর মগপুকুর এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে স্থানীয় মহল্লা সর্দার আজগর আলী বাবুল নিহত হন। পরদিন বাবুল সর্দারের ছেলে বাদী হয়ে আব্দুল কাদেরসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বাবুল হত্যা মামলায় একাধিকবার পুলিশ আব্দুল কাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। কাদেরের পরিবারের সদস্যদের দাবি, এই হত্যাকাণ্ডে কাদেরের কোনো সম্পৃক্ততা নেই। তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে।
Leave a Reply