মো দস্তগীর আলম, চট্টগ্রাম
পরিবেশের বিপর্যয় রোধে এক কোটি চারা রোপন ও সর্ব সাধারনের মাঝে বিতরন করে দেশ মাটি ও মানুষকে সুস্থ থাকতে সহযোগিতা করবে রেজাউল করিম ফাউন্ডেশন।
৩১ মে (বুধবার) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ” গাছ লাগান,পরিবেশ বাঁচান, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সহযোগিতা করুন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন কতৃক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। এ মহতি উদ্যোগে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান সভায় আগত অতিথি বৃন্দ।
নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, এক কোটি গাছের মধ্যে ১০ লাখের মত গাছে চট্টগ্রাম নগরীতে রোপন করা গেলে চট্টগ্রাম শহর নান্দনিক শহর হিসেবে আরো বেশি আলোকিত হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পী। তিনি বলেন, এমন একটি অসাধরণ উদ্বোধনী সভায় আমরা আজ উপস্থিত হলাম, যেটি বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অভাবনীয় ভূমিকা পালন করবে। নদী গবেষক সাংবাদিক অলিউর রহমান বলেন, বৃক্ষরোপনের ফলে নদীভাঙ্গন রোধ করা সম্ভব হবে। কলামিস্ট ড. মাসুম চৌধুরী বলেন, বৃক্ষরোপণ একটি প্রাকৃতিক পদক্ষেপ যা আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য একটি শক্তিশালী উপায়।
এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ আইনজীবী এ্যাড. জিয়া হাবিব আহসান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, রিয়াজ উদ্দীন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলী, কৃষিবিদ কাজী গোলাম মুস্তফা, লায়ন আব্দুল মন্নান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, পরিবেশবিদ সেলিম জাবেদ, ওসমান আবেদী, সমাজকর্মী মুজিব উল্লাহ তুষার, সাংবাদিক দস্তগীর আলম ও প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিন প্রমুখ।