ট্রাফিক উত্তর বিভাগের ডিসি’র নির্দেশে এডিসি ট্রাফিক উত্তর ও এসি ট্রাফিক উত্তর এর নেতৃত্বে ২৩ অক্টোবর (সোমবার) চট্টগ্রাম শহরের ব্যস্ততম এলাকা বায়েজিদ রোডের শেরশাহ ক্রসিং এ ঝটিকা অভিযান চালিয়ে ৭ টি ব্যাটারি চালিত অটো রিকশা, ৩ টি গ্রাম সি এন জি, ২ টি ফিটনেসবিহীন মোটরসাইকেল, ২ টি কভার্ড ভ্যান, ১ টি হিউম্যানহলার, ১ টি পিকআপ, ২ টি বড় ট্রাক সহ সর্বমোট ১৮টি গাড়ি আটক পুর্বক ডাম্পিং এ পাঠানো হয়েছে। এব্যাপারে নিষিদ্ধ সময়ে সিটি এলাকায় অনুপ্রবেশ সহ বিভিন্ন অপরাধ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে, মোটরযান আইনে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে বায়েজিদ এলাকার দায়িত্বরত টিআই আলমগীর হোসেন বলেন, ট্রাফিক উত্তর বিভাগের ডিসি জয়নাল আবেদীন স্যারের দিকনির্দেশনায় এডিসি কীর্তিমান চাকমা স্যার ও এসি আসিফ মাহমুদ গালিব স্যারের নেতৃত্বে আজকের অভিযান পরিচালিত হয়েছে। আমি অক্সিজেন এলাকায় যোগদানের পর থেকে যানজটের কবল থেকে সর্বসাধারনকে মুক্ত রাখতে কাজ করে যাচ্ছি সেই সাথে প্রতিদিন অভিযান চালিয়ে ফিটনেসবিহীন অবৈধ গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, অদ্য ২৩ ই অক্টোবর ২০২৩ এ পর্যন্ত বিগত এক মাসেই বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করার কারনে প্রায় ৩০০ টির অধিক অবৈধ যানবাহন আটক এবং মামলা দায়ের করা হয়েছে।