আশরাফুজ্জামান সারাফাত, চট্টগ্রাম
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার মাঝি হলেনআওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু্। তিনি নৌকা প্রতীক নিয়ে ৫২,৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫৭২ ভোট।
রবিবার রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে ১,২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া ছড়ি প্রতীক নিয়ে ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে ৩৬৯ ভোট ও আরমান আলী বেলুন প্রতীক নিয়ে ৪৮০ ভোট পেয়েছেন।
মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ ভোট। এরমধ্যে ১৫৬টি কেন্দ্রে সব প্রার্থী মিলিয়ে ভোট পেয়েছেন ৫৭,১৫৩ ভোট। যা মোট ভোটের ১১.৭০%।
প্রসঙ্গত, গত ২ জুন এই আসনের সাবেক এমপি ডা. আফছারুল আমীনের মৃত্যুর পর আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই কয়েক মাসের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।