পাইকগাছা( খুলনা ) প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহা তাঁবু জলসা অনুষ্টিত হয়েছে। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর ৫ দিন ব্যাপী কর্মসূচির চতুর্থ দিন শুক্রবার সন্ধ্যায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য এ মহা তাঁবু জলসা’র আয়োজন করা হয়। রোভার মুট এ জেলার বিভিন্ন কলেজের ৪২ টি রোভার দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী রোভাররা নাচ, গান, অভিনয় ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তাদের সারাদিনের ক্লান্তি দুর করে। বর্ণাঢ্য এ আয়োজন মুগ্ধ করে উপস্থিত অতিথি বৃন্দ সহ সাধারণ মানুষ কে। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চীফ শিকদার রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা রোভার কমিশনার তাপস কান্তি সমদ্দার। বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, বাগেরহাট জেলা রোভার সহ সভাপতি প্রফেসর বুলবুল কবীর, বিভাগীয় রোভার নেতা প্রফেসর শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক তারিফ হাসান, যুগ্ম সম্পাদক শংকর কুমার সানা, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার। রোভার মুট এর সম্পাদক মাহমুদ হোসেন ও প্রভাষক মোমিন উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট মাসুম বিল্লাহ, প্রাক্তন অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম, জা আ ম আব্দুল হাকিম,ইলিয়াস হোসেন, আমান উল্লাহ, আব্দুর রাজ্জাক বুলি, প্রভাষক লিলিমা খাতুন, নাজমিন নাহার, লুৎফা ইসলাম, মাধুরী রাণী মন্ডল, মাহবুবা নাজনীন ইরানী, সুষ্মিতা সরকার, মাসুদুর রহমান মন্টু, তারেক আহমেদ, আছাবুর রহমান শিমুল, বৈশাখী চক্রবর্তী, সোমা রায়, কুসুম কলি সরকার, হারুন অর রশীদ, আসমা আক্তার, আমেনা খাতুন, মুন্নী খাতুন, বেলাল হোসেন, রঞ্জিতা সরকার, রাসেল কাগুজী ও উজ্জল বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী।