জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০সেপ্টেম্বর সকালে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। প্রত্যাশীর সিমস্ প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনির সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা এনজিও সমন্বয়ক নুরুল হক চৌধুরী,চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান নুরু হোসেন জাহাঙ্গীর প্রমূখ।
বক্তাগণ নিরাপদ অভিবাসন ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর উপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা বলেন- দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতারণার স্বীকার ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দিতে হবে। সরকারের সূবিধাগুলো তাদের দুয়ারে পৌঁছাতে হবে। অবহিতকরণ সভায় প্রকল্প বিষয়ক উপস্থাপন করেন জেলা সমন্বয়কারি রশিদা খাতুন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত সরকারি কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি,গণমাধ্যম প্রতিনিধি,প্রবাসি কল্যান সমিতির নেতৃবর্গ ও সুশীল সমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিমস প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..