
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, চন্দনাইশে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট ছিল,এখনো আছে, আগামীতেও অব্যাহত থাকবে। কারণ আ’লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে যাচ্ছে।প্রতিটি ইউনিয়ন মুসলিম পরিবারের পাশাপাশি হিন্দু,বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সামাজিকভাবে বসবাস করে আসছে। ফলে,বিগত দূর্গা পূজার অষ্টমীর দিনে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সম্প্রদায়িক হাঙ্গামা হলেও চন্দনাইশ ছিল সম্পূর্ণ শান্ত। বিশেষ করে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সার্বক্ষনিক এলাকায় থেকে শান্তি শৃঙ্গলা বজায় রাখার কাজে ভূমিকা রাখেন।
গতকাল ৩০ অক্টোবর বিকালে সারা দেশের ন্যায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়নের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ চন্দনাইশ শিরোনামে অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী চন্দনাইশ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ খানঁহাট চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন,দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী। আ’লীগ নেতা মাহাবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা,বৌদ্ধ পরিষদের সভাপতি,আ’লীগ নেতা কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া,পূজা উদযাপন পরিষদের সভাপতি,আ’লীগ নেতা বলরাম চক্রবর্ত্তী,মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক,যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম,ঐক্য পরিষদ নেতা প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী,মাও.জহুরুল আলম জেহাদী প্রমুখ। বিকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা মিছিলে মিছিলে জড়ো হয়ে জন সমাবেশে পরিণত হয়। আলোচনা শেষে ফেস্টুন ব্যানার নিয়ে বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply