মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
চন্দ্রগঞ্জ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক ও উপশম হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক মো. কাউছার। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সালাউদ্দিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সভাপতি ও কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টার এর চেয়ারম্যান সাংবাদিক আব্বাছ হোসেন ও জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সাধারন সম্পাদক লুৎফুর রহমান কাজল ও জাতীয়পার্টির নেতা মো. সামছুদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. ইউসুফ, প্রতিষ্ঠানের পরিচালক ডা. রেদোয়ানুর রহমান,উপদেষ্টা দেলোয়ার হোসেন, পরিচালক সাহাবুদ্দিন ও চন্দ্রগঞ্জ উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মো. হাসানসহ প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ও বাজারের ব্যবসায়ী।জাতীয় শোকের মাস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
Leave a Reply