1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
চরফ্যাশনে বিদ্যুৎ গ্রাহক হয়রানি নিয়ে নাগরিক ফোরামের ক্ষোভ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

চরফ্যাশনে বিদ্যুৎ গ্রাহক হয়রানি নিয়ে নাগরিক ফোরামের ক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১১.২৬ এএম
  • ২৭৫ বার পঠিত

চরফ্যাশন প্রতিনিধি:

বিদ্যুত গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিদ্যুত বিভাগের ব্যাপক দূর্ণীতি, উদাসিনতা, হয়রানী ও নানা অনিয়মের প্রতিবাদে চরফ্যাশন উপজেলা পরিষদে বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করেন।

---

রবিবার বেলা সাড়ে ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) ও টিম চিলেকোঠার আয়োজনে গ্রাহকদের ভৌতিক বিল বিড়ম্বনা, বিভিন্ন চার্জ ও গ্রাহক হয়রানিসহ বিদ্যুৎ বিভাগের নানারকম স্বেচ্ছাচারিতা নিয়ে চরফ্যাশনের নান মহল ক্ষোভ প্রকাশ করেছেন। ভোলা নাগরিক ফোরাম (দক্ষিণ) কমিটির সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংলাপে চরফ্যাশন আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী গোলাম মোহাম্মদ মহসিন মোল্লা ও পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, পৌর  কাউন্সিলর আকতারুল আলম সামু, নাগরিক ফোরাম ভোলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি মনির আসলামী, কামাল হোসেন মিয়াজী সাধারণ সম্পাদক মোঃ ইয়াহ ইয়া ইসলাম মনির, যুগ্ম সম্পাদক কামরুল সিকদার, মাইনুদ্দিন জমাদার, সোহেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও চিলেকোঠা টিম লিডার মোঃ রনি।
এসময় বিদ্যুৎ গ্রাহকদের নানা রকম হয়রানি বন্ধে বক্তারা বলেন, চরফ্যাশন উপজেলায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিভাগের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও প্রতিনিয়ত গ্রাহকদের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন হলে দায়ভার বিদ্যুত বিভাগকেই নিতে হবে।
দীর্ঘদিন ধরে মিটার রিডাররা মিটার চেক না করেই বিদ্যুৎ বিলসহ  নানা দূর্নীতি করে আসছে।
বিদ্যুৎ গ্রাহকদের উদ্যেশ্যে আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বলেন, এখন থেকে গ্রাহকদের পছন্দের মিটার ক্রয় করতে পারবেন। তাদের নির্ধারিত কোন মিটার কেনা লাগবেনা। গ্রাহকরা অতিরিক্ত বিভিন্ন অহেতুক মিটার বিলচার্জে হয়রানি হবেনা এবং ত্রুটিপূর্ণ বিদ্যুতের অসমাপ্ত কাজ শেষ হলেই নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ  নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews