কাইয়ুম মাহমুদ, চলনবিল প্রতিনিধি:
চলনবিলে বর্ষার পানিতে থৈ থৈ। চারিদিকে ঢেউয়ের খেলায় মেতেছে চলনবিল। আর এ সুযোগে প্রতিদিন এই চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চস্বরে গান-বাজনা ও মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে চলনবিলে অভিযান চালায় গুরুদাসপুর থানা পুলিশ। অভিযান চালিয়ে সোমবার (১০ আগষ্ট) সন্ধ্যায় অশ্রশ্লীল নৃত্য ও উচ্চস্বরে গানবাজনার সময়ে একটি নৌকায় নর্তকীসহ তাড়াশ উপজেলার ১৫জনকে আটক করা হয়।
পরে আটকদের মঙ্গলবার (১১আগষ্ট) দুপুরে নাটোর আদালতে প্রেরন করা হয়েছে। আটকরা হলেন, তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের মোঃ আলীফ (৩৫), মোঃ ফরহাদ(২৪), সুজন(২৯), নাজমুল হক(২২), আমিরুল ইসলাম (২২),মোঃ নয়ন (২৩) সাদ্দাম হোসেন (৩২), মিজানুর রহমান (২৬),হাসিনুর রহমান (২৩) চরহামকুড়িয়া গ্রামের শাহিন (২৩), মিলন কুমার (৩৫) চরকুশবাড়ি গ্রামের আলামিন(২২) ও বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের মিনারুল ইসলাম (২৫) মোছাঃ মনিরা (২২) বিউটি (২৫)। এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে চালান প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।