বুধবার চসিকের রাজস্ব কর্মকর্তাদের নিকট চেকটি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরে বিকেলে টাইগারপাস কার্যালয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে তারা চেকটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সারেক উল্লাহ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দীন প্রমুখ।
বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সবর্দা যথাযথ সময়ে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছে। এবারো তার ব্যক্তিক্রম হয়নি। ৩৫ কোটি ৫৫ লাখ টাকার চেক চসিকের নিকট হস্তান্তর করা হয়েছে।