চাঁদপুরের শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে রিয়াজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
১ আগস্ট রোববার করোনা আক্রান্ত হয়ে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির রাগৈ তপদার বাড়ি নুরুল ইসলামের ছেলে রিয়াজ আহমেদ (৬০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবক টিম জানান, চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ২০৪ জন লাশ দাফন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম।
শাহরাস্তি উপজেলা সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃতিসন্তান রিয়াজ আহমাদ তালুকদার করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-শাহারাস্তি উপজেলা সেচ্ছাসেবক টিম সমন্বয়কারীকে দাফনের জন্য অনুরোধ জানান।
যথাসময়ে সেচ্ছাসেবক টিম গিয়ে গোসল, জানাজা ও দাফনকার্য বেলা আড়াই টায় সম্পন্ন করেন।
সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন টিম প্রধান হাফেজ নূর মোহাম্মদ সেক্রেটারি, ইসলামি আন্দোলন বাংলাদেশ শাহারাস্তি উপজেলা, শাখা।
সহযোগীতায় ছিলেনঃ হাফেজ ইউনুস আহমাদ হাফেজ আবু বকর ইসমাইল। দেশের এ ক্রান্তিলগ্নে, জীবনের ঝুঁকি নিয়ে, যারা এ সু-মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন আল্লাহ্ তাদের দুনিয়া আখেরাতে উত্তম জাজায়ে খায়ের দান করুণ।শেখ .জয়নাল আবদিন সেচ্ছাসেবক টিম প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা