হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতি
চাঁদপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুর জেলা শাখার সম্মেলন ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় চাঁদপুর রোটারী ক্লাবে অনুষ্ঠিত হবে।সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,কেন্দ্রিয় কমিটির সভাপতি ও কিংবদন্তি শিক্ষকনেতা অধ্যক্ষ আসাদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক সভাপতি ও পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. তারিক উল্লাহ,
পুরান বাজার ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক বাকশিস কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমিন, বাকশিস কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো.হারুন-অর রশিদ,বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো.মোশারেফ হোসেন এবং মতলব সরকারি কলেজের অধ্যাপক ও কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোশারেফ হোসেন।
১ম পর্বে সভাপত্বি করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী।
গত ১১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা বাকশিস গঠন ও সম্মেলন সফল করতে উপ-কমিটি গঠন, ভ্যানু নির্ধারণসহ বেশ কটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।
চাঁদপুরের অনেক বিদগ্ধ ও বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দাবি আদায়ে,শিক্ষকদের পেশাগত মান বাড়াতে এবং সর্বোপরি শিক্ষার সার্বিক উন্নয়নে এ পর্যন্ত যাঁরা কাজ করেছেন তাঁদের অনেকেই মৃত্যুবরণ করেছেন বা অবসর গ্রহণ করেছেন কিংবা বয়সের কারণে অসুস্থতায় রয়েছেন।
নানা প্রতিকূলতা ও বৈর্শ্বিক করোনা মহামারীর কারণে সম্মেলনের তারিখ বার বার পেছাতে হয়েছে। যার ফলে এবারের সম্মেলনের মাধ্যমে‘ নতুন কমিটিতে নতুন নেতৃত্ব ’ আসতে পারে বলে ৪ ডিসেম্বর সম্মেলনের প্রস্তুতি কমিটির সভায় আবেগ আপ্লুত ভায়ায় বক্তব্য রাখতে গিয়ে এমনটিই ইঙ্গিত দিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী ।
তাই অতীত,বর্তমান ও ভবিষৎ-এর সার্বিক পরিস্থিতি স্ব স্ব অবস্থান থেকে মূল্যায়ন,আসন্ন বাকশিস সম্মেলনের গুরুত্ব অনুধাবন ও আগামি দিনের সঠিক নেতৃত্ব প্রদানে নতুন মুখ চিহ্নিতকরণে চাঁদপুর জেলার ৪৮টি বেসরকারি কলেজের সকল শিক্ষকগণকে যথাসময়ে উপস্থিত থেকে সম্মেলনকে সফল করতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফায়াৎ আহমেদ ভূঁইয়া আহবান জানিয়েছেন।