নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ব কলোনি বি ব্লক সংলগ্ন মধ্যম জানারখীল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজির প্রতিবাদ করায় আবুল হাসনাত বাবু (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ব কলোনি বি ব্লক সংলগ্ন মধ্যম জানারখীল এলাকায় চায়ের দোকানে নাশতা করার সময় আবুল হাসনাত বাবুর উপরে সন্ত্রাসীরা এই হামলা করে। এ সময় সন্ত্রাসীরা বেশ কিছু দোকানপাট ভাংচুর করে।
বাবুর বন্ধু রাজু জানান, দুই দিন আগে টিটু বাহিনীর লোকজন স্থানীয় দোকানিদের কাছে চাঁদা নিতে এলে বাবু বাধা দিয়েছিল তাই ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়েছে। তার পায়ে, মাথায়, সারা শরীরে কুপিয়েছে।বর্তমানে বাবু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।