আশিফুজ্জামান সারাফাত
কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাক চায়ের দোকানে ঢুকে পড়ায় উসমান গনি (১৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। এতে দুই পথচারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।
নিহত উসমান গনি চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী পাথরবোঝাই এক ট্রাকের চালক উত্তর হারবাং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। ওই সময় চায়ের দোকানে কাজ করা অবস্থায় উসমান গনি নামে এক দোকান কর্মচারী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও দোকানের বাবুর্চি মো. ইসমাঈল (২৫) ও দুই পথচারী গুরুতর আহত হন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়েছে। দুর্ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিরিংগা হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইমন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উত্তর হারবাং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়ে চায়ের দোকানে ট্রাক ঢুকলে এক দোকান কর্মচারী ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের আবেদন সাপেক্ষে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জন্য দায়ী ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।