মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফোরসিজনের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক পাহাড় খেকোকে ১ লক্ষ টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত পাহাড় খেকোর নাম কামরুল ইসলাম(৩৮) সে উপজেলার চুনতির ১নং ওয়ার্ডস্থ সুফিনগর মিরিখিল হাফেজ আহমদের পুত্র।
১ আগস্ট বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, উপজেলার চুনতি ইউনিয়নের ফোরসিজনের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে পাহাড় খেকো কামরুল পাহাড় কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিশাল পাহাড় কাটার ঘটনার সত্যতা পেয়ে পাহাড় খেকো কামরুল কে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
অবৈধভাবে কোন ধরণের পাহাড় কাটা যাবেনা। পাহাড় কাটা সম্পূর্ণ অন্যায়। পাহাড় খেকো ও বালু খেকোরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..