চুরি করা গরু মেয়ে জামাইকে দান’জামাই আটক
মারুফ হাসান,পাঁচবিবি,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে গরু চুরি করে এনে মেয়ে জামাইকে দান করায় জামাই মাসুম (২৩) কে আটক করেছে থানা পুলিশ।
রবিবার(২৫ জুলাই) বিকেলে উপজেলার দৈবকনন্দনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গরুর মালিক রবিউল ইসলাম বাদী পাঁচবিবি থানায় জামাই মাসুমসহ আরো ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে দানকৃত গরুসহ জামাই মাসুদ কে আটক করে পুলিশ।
এলাকাবাসীদপর জানা যায়, গত শনিবার (১৭ই জুলাই) দিবাগত রাতে উপজেলার পাড়ইল গ্রামের শাহাজুল ইসলাম নারুর ছেলে রবিউল ইসলামের বাড়ী থেকে একটি গাভী চুরি হয়। চুরি হওয়া গরুটি অনেক খোঁজাখুঁজির পর গাভী গরুটি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের আনোয়ার হোসেনের বিয়াই মৃত. আব্বাস আলীর ছেলে কেরামত আলীর বাড়ীতে আছে বলে সন্ধান পান তারা।
পরে গরুর মালিক স্থানী ইউপি সদস্য মোনোয়ার হোসেন কে বিষয়টি অবগত করলে ইউপি সদস্য পাঁচবিবি থানা পুলিশ ও স্থানীয় আ”লীগ নেতাদের সহযোগিতায় গাভী গরুটি উদ্ধার করাসহ মেয়ে জামাই মাসুদ কে আটক করা হয়।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন জানান,আনোয়ার ঐদিন গভীর রাতে গাভী গুরুটি চুরি করে নিয়ে গিয়ে মেয়ে জামাইকে দান করেছেন বলে মাসুম আমাকে জানান। তিনি আরো জানান,এঘটনায় গাভী গরুর মালিক রবিউল ইসলাম উপজেলার রছুলপুর ধোপারপাড় গ্রামের সমশের আলী ছেলে আনোয়ার হোসেন, তার বিয়াই দৈবকনন্দনপুর গ্রামের মৃত.আব্বাসের ছেলে কেরামত আলীর ও মেয়ে জামাই কেরামত আলীর পুত্র মাসুমের নামে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি)পলাশ চন্দ্র দেব জানান,তিনজনের নামে থানায় মামলার পর চুরি হওয়া গরুটি মাসুদের বাড়ি থেকে চুরি হওয়া গরুটি উদ্ধারসহ মাসুদকে আটক করা হয়েছে।অন্যদের আটকের জন্য পুলিশি জোড় তৎপরতা চলছে।