চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান কাজল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাতে তারসহ জেলায় ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ওসিসহ ২ জন এবং আলমডাঙ্গা উপজেলার ২ জন রয়েছেন। বর্তমানে ওসি মাহবুবর রহমান থানার একটি কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন এবং মারা গেছেন একজন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ইউসুফ জামাল শুভ জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৮টি পুনঃপরীক্ষাসহ মোট ৩৩টি নমুনার ফল পাওয়া গেছে। যার মধ্যে নতুন করে ৪ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে দর্শনা থানা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান কাজলও রয়েছেন। তিনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া গাজীপুর থেকে ঈদ করতে আসা দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর পাড়ার এক যুবক রয়েছেন।
তিনি আরও জানান, ওসি মাহবুবুর রহমান কাজল দর্শনা থানার একটি কক্ষে হোম আইসোলেশনে আছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টাইনে আছেন।