
শাহিন আলম, গোমস্তাপুর থেকেঃ
আসন্ন ১১নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চৌডালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিক (খলিল হাজ্বী) এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিয়াড়া পাড়া ফারুক মাস্টারের আম বাগানে এ নির্বাচনীয় সভার আয়োজন করা হয়। সভায় হাবিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদ-প্রার্থী নূরে আলম সিদ্দিক (খলিল হাজ্বী)। তিনি তার বক্তব্যে অটোরিকশা প্রতীকে ভোট চেয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে অত্র ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কাজ করার সুযোগ ও দোয়া প্রার্থনা করেন। এবং চৌডালা বাসীকে একটি অ্যাম্বুলেন্স দিবেন বলে আশ্বাস দেন। এছাড়াও বক্তব্য রাখেন দুই বারের সফল চেয়ারম্যান প্রভাষক শাহ আলম, তিনি বলেন এলাকার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে এলাকাবাসীর কাছে আবার ও অটোরিকশা মার্কায় ভোট চান, আরও বক্তব্য রাখেন ,আব্দুর রব,হাফেজ সাইফুল ইসলাম মোস্তাফিজুর রহমান, ফারুক মাস্টার, আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply