রায়পুরে চতুর্থ ম্যাচেও হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় স্কোর গড়েও বোলারদের ব্যর্থতায় ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে রফিকের দল। জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপি। পুরো আসরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দেয়া নাজিমউদ্দিন করেন ৩৩ রান। অপির ব্যাট থেকে আসে ৪৪ রান। দ্রুতগতিতে রান তুলে আফতাব আহমেদ আউট হন ৩১ রানে। এরপর ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন মোহাম্মদ শরিফ। শেষ পর্যন্ত ১৬৯ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ লিজেন্ডস।
বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪১ রানে ২ উইকেট হারায় তারা। তবে, বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। এডওয়ার্ডের ৪৬, জ্যাকবসের ৩৪ ও ব্রায়ান লারার অপরাজিত ৩১ রানে ভর করে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তারা।
বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন আব্দুর রাজ্জাক। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুলাইমান বেন।