ছাতক প্রতিনিধি:
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যথাক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ছাতক থানা, পৌর আওয়ামীলীগ, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এরপর উপজেলা পরিষদ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।সভায় স্বাগত বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হাসান রাশেদ পরাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা সৈয়দ জিয়াউর রহমান প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর নামে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আব্দুল আজিজ চৌধুরী।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, যুব উন্নয়ণ কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, প্রাথামিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, তথ্য আপা সাবিহা মুস্তারি, পল্লী উন্নয়ণ কর্মকর্তা প্রনব লাল দাস, জয় কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ফারুক আহমেদ সরকুম, আফতাব উদ্দিন, মাজিজ আলী, নজমুল হোসেন, রঞ্জন কুমার দাস, ফয়জুল বারী, কাচা মিয়া, আব্দুল আলীম, ফারুক আহমদ, সায়েস্তা তালুকদার রবি, হাবিবুর রহমান জয়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক চৌধূরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ছাতক পৌরসভা, ছাতক সরকারী কলেজ, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।