জবি প্রতিনিধিঃ
মহামারি করোনা পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিসমূহের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২০) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারি করোনা ভাইরাস এর জন্য সামাজিক দূরত্ব ও সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১/১১/২০২০ তারিখ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অফিস সময়সূচি সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে (রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত)। দুপুর ১ টা ১৫ থেকে ১ টা ৪৫ পর্যন্ত নামায ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে।
উল্লেখ্য যে, করোনা পূর্ববর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম ৮ টা ৩০ থেকে ৩ টা ৩০ পর্যন্ত চলমান ছিলো। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে যথারীতি অনলাইন ক্লাস চলমান রয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..