মীর মোঃ আতিকুজ্জামান,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক পরিবেশ দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও মজুদ রাখার দায়ে এবং প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি ও নকল ঔষধ রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ।
সোমবার সন্ধ্যার পরে নবাগত নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারী কমিশনার (ভ‚মি) মারুফ আফজাল রাজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ হুসনেআরার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা আদায় করেন।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো হলো, আনিছুর মসল্লা ষ্টোর কে ১ হাজার টাকা, মেসার্স নিউ খাদিজা ফামের্সীকে ২ হাজার, আফরোজা ফামের্সীকে ১০হাজার এবং জয়ন্তী ফামের্সীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফামের্সী গুলোতে বিভিন্ন কোম্পানীর নকল ঔষধ থাকায় সেগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, ও পাঁচবিবি থানার থানার এএসআই মাহাবুব রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্সরা।