মীর মোঃ আতিকুজ্জামান, জয়পুুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে একটি ইটবোঝায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মিঠুন হোসেন দয়াল নামে ট্রলি চালকের আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরেক ভাই ট্রলিটির চালক হাসান হোসেন।
শনিবার(২৯ এপ্রিল)সকালে জেলার আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন হোসেন দয়াল আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে। আহত হাসান হোসেন মিঠুন হোসেন দয়ালের আপন ভাই।
বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,সকালে মিঠুন ও তার ভাই হাসান শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ইট নিয়ে আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে রায়কালীর দিকে যাচ্ছিলেন। মিঠুন সে গাড়ির হেলপার ও তার ভাই হাসান গাড়ি চালাচ্ছিলেন। পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুই ভাই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিঠুন কে মৃত ঘোষণা করেন। এবং আহত ট্রলি চালক চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি জানান।