নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার ধামইরহাটে শ্রী চঞ্চল সিংহ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় ৪১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
রোববার (১ মে) বেলা ১১ টায় জয়পুুরহাট র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দিবাগত রাতে ধামইরহাট উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওই মাদক কারবারি উপজেলার মোকন্দপুর (কামারপাড়া) গ্ৰামের মৃত রবিন সিংহ এর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্পের একটি অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে, দিবাগত রাতে ধামইরহাট উপজেলার কামারপাড়া এলাকা অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে চোলাই মদ সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
পরবর্তীতে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।