সোহেল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার (৪ আগস্ট-২০২০ ইং) দুপুর ১ টার সময় এনায়েতপুর গ্রামের মন্ডলপাড়া জলাশয়ের ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে মজনু নামের ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মজনু এনায়েতপুর মন্ডলপাড়া আব্দুল মহির শেখের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে মজনু ও তার কয়েকজন সঙ্গী সহ জলাশয়ের পানিতে গোসল করতে যায়।
গোসল শেষে সঙ্গীরা বাড়ীতে ফিরলেও মজনু আর বাড়ীতে ফিরে নাই। পরে পরিবারের লোকজন অনেক খুঁজা খুঁজির পরও মজনুকে ওই দিন আর খুঁজে পাওয়া যায় নাই।
বুধবার (৫ আগস্ট-২০২০ ইং) সকাল ৬ টার সময় স্থানীয় লোকজন জলাশয়ের পানিতে মজনুর লাশ ভাসতে দেখে স্থানীয় এক লোক পানিতে নেমে মজনুর লাশ উদ্ধার করে।
নিহতের বাবা মহির শেখের সাথে কথা বললে তার সন্তান মজনু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত করেন।