নিরেন দাস,
জিন্স প্যান্টে নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা!
ভারতের কর্ণাটকের মন্দিরে ঢুকতে পোশাকের ব্যাপারে নতুন সরকারি নির্দেশনা জারি হতে চলেছে। বিজেপিশাসিত এ রাজ্যের মন্দিরগুলোতে নজরদারি চালানো সরকারি ধর্মীয় পরিষদ বলেছে, মন্দিরে প্রবেশ করতে হলে নারী এবং পুরুষ সবাইকে যথাযথ ‘হিন্দু পোশাক’ পরতে হবে। নারীদের শরীর যথাযথভাবে ঢাকতে হবে। অন্যথায় মন্দিরে প্রবেশ করা যাবে না।
কর্ণাটকের দক্ষিণ কন্নড় মন্দিরের প্রশাসনিক সদস্য পুরোহিত হরিনারায়ণ আশ্রনা। মন্দিরে প্রবেশে নারীদের পোশাক কেমন হবে, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। হরিনারায়ণ বলেছেন, নারীদের ক্ষেত্রে হিন্দু পোশাক শাড়ি হলেই সবচেয়ে ভালো। শাড়ি কীভাবে পরা হবে তাও বলে দিয়েছেন তিনি। ক্যামেরার সামনে ওই পুরোহিতকে বলতে শোনা গেছে, শাড়ি এমনভাবে পরতে হবে যেন নারীদের বক্ষদেশ যথাযথভাবে ঢাকা থাকে।
তবে পুরুষরা কী পরবেন এ বিষয়ে ওই পুরোহিত বলেন, ‘পুরুষ পুণ্যার্থীদের পোশাক কী হবে, তা এখনও ঠিক হয়নি। বিষয়টি আলোচনাধীন’।
মেয়েরা কীভাবে শাড়ি পরবেন, তা বলে দেওয়ার পাশাপাশি মন্দিরে পুণ্যার্থীদের জিন্স প্যান্ট পরায় নিষেধাজ্ঞা জারি করেছেন হরিনারায়ণ।
কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ২১১টি মন্দিরের উপর নজরদারি চালায় সরকারি পর্ষৎ ‘কর্নাটক স্টেট ধার্মিক পরিষৎ’। মন্দিরে পোশাক ফরমান জারি করার নেপথ্যে মূলত তারাই। এদিকে নারীদের বিষয়ে এমন নির্দেশনা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, এ যেন দুইশ’ বছর আগের ভারতে বাস করছি।