ডা. কাওসার বলেন, কার্ডিয়া এ্যারিথমিয়া এবং হার্ট ফেইলিউর হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে। গত ১২দিন ধরে উচ্চ প্রবাহে অক্সিজেন দেয়া হলেও তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। উপরন্তু হৃদযন্ত্রের প্রকট সমস্যা দেখা দিয়েছে। ঢাকার আসগর আলী হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
উল্লেখ্য, এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে সিভিল সার্জনের ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ মারাত্মক পর্যায়ে চলে গেছে।
একজন সৎ ও কর্মঠ স্বাস্থ্যকর্মী ডা. সাজ্জাদ হোসেনের জন্য জন্য ফেনীবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএমএ সভাপতি।
গত ১৮ জুন বৃহস্পতিবার সিভিল সার্জনকে ঢাকার আসগর আলী হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। এর আগে গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
গত ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নমুনা পজিটিভ আসে।
Leave a Reply