জান্নাত মীর নিজস্ব প্রতিবেদকঃ
হবিগঞ্জে জুয়া খেলার টাকা ভাগবাটোয়ারা নিয়ে মো. সুরুজ আলী নামে ৩৬ বছরের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ২টার দিকে শহরতলীর দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী একই গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
নিহত সুরুজ আলীর বোন সুফিয়া আক্তার জানান, প্রতিদিন রাতেই জুয়া খেলতেন সুরুজ আলী। মঙ্গলবার রাতেও জুয়া খেলতে দুর্লভপুর চৌমুহনীতে যান তার ভাই। খেলার একপর্যায়ে টাকার ভাগবাটোয়ারা নিয়েই অন্য জুয়াড়িদের সঙ্গে সুরুজ আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সুরুজ আলীকে পিটিয়ে হত্যা করে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শরীফ আহমেদ জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে পাঠানো হবে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। মরদেহের গায়েও আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত শেষে আসল কারণ জানা যাবে।