নিরেন দাস,জয়পুরহাটঃ-
হাইকোর্টে একটি রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করে নির্বাচন কমিশন।
সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। স্থগিতাদেশের কারণে আনন্দ মিছিল করেছে কালাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত একটি পত্রাদেশে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মোঃ নুরুজ্জামান হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন।
শুক্রবার ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে পুনরায় নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত একটি পত্রাদেশে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কার্যক্রম চলমান রাখার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন নির্বাচন কমিশন ।
সুপ্রিমকোর্টের ওই রায়ের প্রতিক্রিয়ায় কালাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং দলীয় অন্যান্য সংগঠন পৌর শহরে আনন্দ মিছিল বের করে। পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশে কালাই পৌর আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগ নেতা মোঃ- ফজলুর রহমান কালাই পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রত্না রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোবিনুল হক মোবিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তোফিকুল ইসলাম তৌহিদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।