নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের সদর থানার চকবরকত ফাঁড়ি পুলিশের অভিযানে ১ শত ২৩ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ মাহবুব আলম (৩২) ও হাবিবুর রহমান (২০) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) সকালে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম আলমগীর জাহানের নেতৃত্বে চকবরকত পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন,জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া লকমা গ্রামের মৃত.আব্দুল মমিনের ছেলে মাহবুব আলম ও একই গ্রামের আলম মন্ডলের ছেলে হাবিবুর রহমান।
থানা সূত্রে জানাগেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুুপারের নির্দেশে জেলা জুড়ে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম আলমগীর জাহানের নেতৃত্বে চকবরকত পুলিশ ফাঁড়ির এসআই জামিনুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১ শত ২৩ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি শুকনা গাঁজাসহ উদ্ধারসহ দুইজন হাতেনাতে আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান আটকের বিষয়টি নিশ্চিত করে দৈনিক সূর্যোদয়কে বলেন,চকবরকত পুলিশ ফাঁড়ি থেকে খবর আসে ধলাহার ইউপির রামকৃষ্ণপুর গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ ফাঁশির দায়িত্বে থাকা অফিসারকে নির্দেশ দিলে তারা অভিযান চালিয়ে দুইজনকে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক করে সদর থানায় নেয়া হয়। তিনি আরও বলেন আটককৃতদের সাথে আরও দুইজন ছিল তারা পুলিশের উপস্থিতি টেরপেয়ে কৌশলে পালিয়ে যায় তাদেরকেও আটকের জন্য পুলিশি তৎপরতা চলছে।