নিরেন দাস,জয়পুরহাটঃ
জয়পুরহাটে সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময়ের সময় অভ্যন্তরীণ কন্দোলে হামলার ঘটনা ঘটেছে। এসময় জেলা সেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গত সোমবার রাতে শহরের রেলগেইট এলাকায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় সূত্র জানাগেছে, পূর্ব নির্ধারিত মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ থাকায় গত সোমবার রাতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জয়পুরহাটে আসেন এবং জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় করছিলেন।
এমন সময় অভ্যন্তরীণ কন্দোলে হামলার ঘটনা ঘটে এবং তাদের মধ্যে লাঠি এবং ছুরিকাঘাতে জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফিকুল ইসলাম, এ্যাড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল, সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ হোসেন সহ বেশ কয়েকজন আহত হয়। আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত নেতাকর্মীরা দৈনিক সূর্যোদয় কে জানান, পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দ্যেশে আমাদের উপর হামলা চালানো হয়। এদিকে জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ শামছুল হক বলেন, গতকালের ঘটনা আমি শুনেছি। আজ মঙ্গলবার কর্মী সমাবেশ ছিল সেটা ভালোভাবে পালন করা হয়েছে। অপরদিকে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বলেছেন যেহেতু এটা অঙ্গ সংগঠনের ব্যাপার আমরা এসেছি বিষয়টি আমরাই মিমাংসার চেষ্টা করছি।
আমরা সমাধান না করতে পারলে পরবর্তীতে আপনাদের নিয়েই সমাধান করা হবে। আপাতত দৃষ্টিতে সেচ্ছাসেবক দলের ব্যক্তিগত কয়েকজনের মধ্যে এ ঘটনা ঘটেছে।
এবিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম আলমগীর জাহান দৈনিক সূর্যোদয় কে বলেন, জেলা বিএনপি’র কার্যালয়ে তাদের নিজেদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..