
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
প্রতিমাসের ন্যায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার সকল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা-পিপিএম-সেবা’র সভাপতিত্বে,গত আগস্ট মাসের পুলিশ ফোর্সের সকল বিষয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভার সভাপতি জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরে পুলিশ সুপার জেলা পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে জয়পুরহাট জেলাসহ দেশের সকল পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে বলেন,আপনারা আইনশৃঙ্খলা বজায় রেখে দেশ প্রেমিক পুলিশ হয়ে দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন পুলিশ সুপার।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকাতে সদ্য সমাপ্ত “ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায়” ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ-বিপিএম(বার) প্রদত্ত নির্দেশনা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরণের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত কল্পে চলমান উন্নয়নমূলক ও কল্যাণ ধর্মী কাজের পাশাপাশি পুলিশ লাইনস-এ শীঘ্রই আধুনিক মানসম্মত সেলুন এবং ই-ক্যাফে ও লাইব্রেরী প্রতিষ্ঠারো ঘোষনা দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন,তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচববি সার্কেল), জয়পুরহাট এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply