নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের স্কোয়ড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে চৌকশ অপারেশনাল দল পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবী এবং ১৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ একজনসহ সর্বমোট ১৪ জনকে আটক করেছে জয়পুরহাট র্যাবের সদস্যরা।
রবিবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার প্রফেসর পাড়া খাদ্য গুদাম গেইটের দক্ষিন পাশে কুলি শ্রমিক কার্যালয়ের পাশ থেকে মাদকসেবী আদর্শপাড়ার বাসিন্দা মৃত আঃ আজিজের ছেলে হুমায়ন মন্ডল (৪৪),সওদাগর পাড়ার বাসিন্দা মৃত আজগর আলীর ছেলে আব্দুস সাত্তার (৫২),বুলুপাড়ার বাসিন্দা মৃত আঃ হাই এর ছেলে আঃ হাকিম (৪৮),গুলশান মোড় এলাকার মোতালেব জামানের ছেলে মাহফুজার আলম সাগর (৩৫),একই এলাকার মৃত অভয় চন্দ্র শীলের ছেলে উজ্জল চন্দ্র শীল (৩৭),খঞ্জনপুর বুড়িতলা এলাকার ইব্রাহিমের ছেলে জুয়েল ইসলাম (৩৮),সোনাপট্টি কুন্ডুপাড়া এলাকার মৃত নরেন চন্দ্র মন্ডলের ছেলে প্রদীপ কুমার মন্ডল (৩০),আরামনগর এলাকার মনতাজুল বারীর ছেলে মুশফিকুর রহমান মারুফ (২৩),বুলুপাড়া এলাকার মৃত ভোলা মিয়া মন্ডলের ছেলে জহুরুল আলম (৫০),গৌরিপাড়া এলাকার মৃত অযোধ্যা রবি দাসের ছেলে শ্রী চরিত রবি দাস (৫০),একই এলাকার মৃত শ্রীনাথ রবি দাসের ছেলে রাজন রবি দাস (৩৭), মৃত অযোধ্যা রবি দাসের ছেলে অনিল রবি দাস (৪০) এবং পাবনা জেলার চাটমোহর উপজেলার রেল বাজার এলাকার মৃত হরিপদ শীলের ছেলে কার্তিক শীল (২৫) কে জয়পুরহাট সদরের গুলশান মোড় এলাকায় মাদক সেবনরত অবস্থায় ও মাদক সেবনের আলামতসহ তাদের হাতে আটক করা হয়।
অপরদিকে জেলার সদর উপজেলার মাষ্টারপাড়াস্থ চিনিকল সড়ক এর পশ্চিম পাশে জনৈক সুবজ মন্ডল এর মটরসাইকেল মেরামত দোকান ঘরের পিছনে গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর শহরের বিশ্বাসপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে আবু রায়হান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা এবং আটককৃত মাদক ব্যবসায়ী র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাটসহ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..