ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। জেলায় মোট শনাক্তের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বুধবার রাতে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুয়াল হাসান ডেইলি বাংলাদেশকে বলেন, জেলায় নতুন করে ১৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এরমধ্যে জেলা সদরে ৯ জন এবং রাজাপুরে ৭ জন। তবে বুধবার রাত পর্যন্ত পাওয়া রিপোর্টে মোট ৩০৫ জন শনাক্তদের মধ্যে ১৫১ জন সুস্থ হয়েছেন।
গত ১১ এপ্রিল সদর উপজেলার একই পরিবারের তিনজন করোনায় প্রথম শনাক্ত হন। এরপর থেকে এ জেলায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়েই চলছে।