এবার নৌকার পোস্টার ঝুলিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করে আচরণ বিধি লঙ্ঘন করলেন ঝিনাইদহের দুই আসনে।
সরেজমিনে দেখা যায় ঝিনাইদহের দুই আসনের হেবি ওয়েট প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বাড়িতে প্রবেশ করা পথে ও তার ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ভাবে নৌকার পোস্টার ঝুলিয়ে রাখা হয়েছে।
এভাবে পোস্টার ঝুলিয়ে রাখার জন্যে যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে এছাড়াও অনেকেই বলছেন ইচ্ছেকৃত ভাবে এভাবে পোস্টার ঝুলিয়ে রাখার আরো কারন থাকতে পারে, যাতায়াতের সমস্যার কারনে যদিকেউ সেটি অপসারণ করে বা ছিড়ে ফেলে বা নামিয়ে রাখে তখন সেটাকে কেন্দ্র করে ইস্যু তৈরি করে একটি অঘটন ঘটানোর পরিকল্পনাও থাকতে পারে।।
এদিকে, দলমতের বাইরেই এবার গনজোয়ার উঠেছে চারিদিকে একই আলোচনা মহুল এবার ঈগল মার্কা নিয়ে বিপুল ভোটে জয় লাভ করবেন।
ঝিনাইদহের পৌরসভা এলাকার ব্যাপক উন্নয়নের পরে এবার ঝিনাইদহের মানুষের চাওয়া ঝিনাইদহ শহরের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন,আর দাদা ভাই নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঝিনাইদহকে একটি উন্নত শহরের রোলমডেল হিসাবে দাড় করানো।